ফের কমল স্বর্ণের দাম

0
583
ফের কমল স্বর্ণের দাম

খবর৭১ঃ মাত্র আট দিনের মাথায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে দাম কমেছে এক হাজার ৪৫৮ টাকা। শুক্রবার থেকে এই দর কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুস শুক্রবার সন্ধ্যায় জানায়, নতুন দর অনুযায়ী ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে লাগবে ৭২ হাজার ২৫৮ টাকা। এর আগে ভরি ছিল ৭৩ হাজার ৭১৬ টাকা। ফলে ভরিতে দাম কমেছে এক হাজার ৪৫৮ টাকা।

এর আগে গত ১৩ আগস্ট সোনার দাম ভরিতে সাড়ে তিন হাজার টাকা কমিয়েছিল সমিতি। তার আগে ৬ আগস্ট সোনার দাম বেড়ে ৭৭ হাজার ২১৬ টাকা ভরি হয়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বাজুস জানায়, সোনার নতুন দর কার্যকর হওয়ায় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৭২ হাজার ২৫৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৬৯ হাজার ১০৯ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৩৬১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫০ হাজার ৩৯ টাকায়।

বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার বলেন, গত কয়েক দিনে বিশ্ব বাজারে প্রায় ২৫ ডলারের মতো দাম কমেছে। আন্তর্জাতিক বাজারে সামঞ্জস্য রাখার জন্য সব সময় স্বর্ণের দাম নির্ধারণ করা হয়। এমন অবস্থায় বিশ্ববাজারে দাম কমার কারণে দেশের বাজারেও স্বর্ণের দাম কমানো হয়েছে।

বাজুসের তথ্যমতে, গত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম অস্থির হয়ে উঠেছিল। এতে ১৯ ফেব্রুয়ারি দেশে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় ৬১ হাজার ৫২৮ টাকা। এটি ছিল ওই সময় দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম। এর আগে দেশে স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর। সে সময় প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ৬০ হাজার ৬৫৩ টাকা।

বিশ্ববাজারে অস্বাভাবিক দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এর আগে সবশেষ বাড়ানো গত ১৩ আগস্ট থেকে কার্যকর হওয়া দাম অনুযায়ী আজকে দুপুর পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরিতে স্বর্ণ ৭৩ হাজার ৭১৬ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ৭০ হাজার ৫৬৭ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬১ হাজার ৮১৯ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি ৫১ হাজার ৪৯৭ টাকায় দেশের বাজারে স্বর্ণ বিক্রি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here