খবর৭১ঃ
সুদীপ্ত শামীম, স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে এক ব্যবসায়ী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার রাতে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে গত পাঁচ দিন আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হলেও সোমবার তার রিপোর্ট পজেটিভ আসে।
স্থানীয়রা জানান, করোনা আক্রান্ত ওই ব্যবসায়ীর (গ্যাস সিলিন্ডার বিক্রেতা) নমুনা পরীক্ষার জন্য পাঠানো সত্বেও ব্যবসা চালিয়ে আসছিলেন তিনি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জান সরকার জানান, করোনা আক্রান্ত ওই ব্যবসায়ীর সংস্পর্শে কেউ এসেছিলেন কি না তা জানার জন্য তার বাড়ি তারাপুর ও ব্যবসা কেন্দ্রে খোঁজ নেওয়া হচ্ছে। যদি কারও সংস্পর্শে আসার তথ্য পাওয়া যায়, সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যব্স্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, করোনা আক্রান্ত এ ব্যবসায়ীকে নিয়ে উপজেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্য দাঁড়ালো ৫ জনে। এর মধ্যে ২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে ও মৃত্যু হয়েছে ১ জনের।