সুন্দরগঞ্জে ত্রাণের দাবিতে কর্মহীন ও প্রতিবন্ধীদের অবস্থান কর্মসূচী

0
358
সুন্দরগঞ্জে ত্রাণের দাবিতে কর্মহীন ও প্রতিবন্ধীদের অবস্থান কর্মসূচী
ছবিঃ সুদীপ্ত শামীম, স্টাফ রিপোর্টার।

খবর৭১ঃ

সুদীপ্ত শামীম, স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হওয়া লোকজন ও প্রতিবন্ধীরা ত্রাণের দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে। রোববার (০৩ মে) উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের মূল ফটকে এ অবস্থান কর্মসূচী পালন করেন তারা। পরে উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসান ত্রাণ দেওয়ার প্রতিশ্রুতি দিলে কর্মসুচি স্থগিত করে চলে যান এসব ত্রাণ বঞ্চিত কর্মহীন ও প্রতিবন্ধীরা।

ত্রাণের দাবিতে অবস্থানকারী উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের শরিফা বেগম ও মোসলেমা খাতুন জানান, করোনা সংকটকালের দীর্ঘ ২ মাসেও ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম তাদেরকে ত্রাণ দেননি। তারা বলেন, কয়েক দফা ত্রাণের জন্য চেয়ারম্যানের বাড়িতে যোগাযোগ করা হয়েছিল। ত্রাণ না পেয়ে তারা উপজেলায় অবস্থান কর্মসুচি পালন করে। ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, প্রয়োজনের তুলনায় ত্রাণ অপ্রতুল। সে কারণে সকলকে দেয়া সম্ভব হচ্ছে না। উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান জানান, ত্রাণ বঞ্চিত অসহায় কর্মহীন ও প্রতিবন্ধীদের নামের তালিকা নেয়া হয়েছে। তাদের বাড়িতে ত্রাণ পৌচ্ছে দেয়া হবে। উল্লেখ্য, উপজেলায় এ পর্যন্ত ২০০ মেট্রিকটন চাল ১০ লাখ ৭৫ হাজার টাকা ও শিশু খাদ্যের জন্য ১ লাখ ৯২ হাজার টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here