সৈয়দপুরে ৯নং ওয়ার্ডের একটি অংশে ১৮০ পরিবারের মাঝে পৌর মেয়রের দেয়া সবজি বিতরন

0
698
সৈয়দপুরে ৯নং ওয়ার্ডের একটি অংশে ১৮০ পরিবারের মাঝে পৌর মেয়রের দেয়া সবজি বিতরন

মিজানুর রহমান মিলন সৈয়দপুর প্রতিনিধি

করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের মাঝে সবজি বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সৈয়দপুর পৌর হাতিখানা এলাকার অফিসার্স কলোনী আউট হাউস মেস ক্যাম্পসহ ৯ নং ওয়ার্ডের একটি অংশে ১৮০টি পরিবারের মাঝে সৈয়দপুর পৌরসভা মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকারকে পক্ষে ওইসব সবজি বিতরন করা হয়। মেয়র আমজাদ হোসেনের পক্ষে এসব সবজি বিতরন করেন মো.আনোয়ার হোসেন হাবলু, মো.আরমান, পাপ্পু,রাজু,সাহিদ,হাফিজ,রাজু, আলম প্রমুখ।

বিতরণ করা সবজির মধ্যে রয়েছে লাউ, বেগুন, করল্লা,
শসা,টমেটো ও কাঁচা মরিচ। এ ব্যাপারে জানতে চাইলে মো.আনোয়ার হোসেন হাবলু ও মো.আরমান জানান, বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। এসব পরিবারের মাঝে পৌরসভাসহ সরকারি ও বেসরকারিভাবে সাধ্যমত চাল ডাল বিতরন করা হলেও পরিবারগুলো অন্যান্য সবজি কিনতে পারছেনা অর্থের অভাবে। ফলে তাদের এ সমস্যার কথা পৌর মেয়র অধ্যক্ষ মো.আমজাদ হোসেন সরকারকে জানালে তিনি প্রথম দফায় ৯ নং ওয়ার্ডের আউট হাউস মেস ক্যাম্পসহ হাতিখানা এলাকার একটি অংশের ১৮০টি পরিবারের মাঝে বিতরণের জন্য বিভিন্ন প্রকারের ১৮০ প্যাকেট সবজি পাঠিয়ে দেন। তার পাঠানো ওইসব সবজি আজ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিতরন করা হয়। কাল শনিবারও ৯ নং ওয়ার্ডের অন্যান্য এলাকায় সবজি বিতরণ করা হবে বলে জানান তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here