হবিগঞ্জের মাধবপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

0
380

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে শাহজাহান মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।শনিবার (৮ জুন) দুপুরে এ ঘটনাটি ঘটে।নিহত শাহজাহান মিয়া উপজেলার খাটুরা গ্রামের বাসিন্দা।নিহত শাহজাহান মিয়ার বড় ভাই আক্তার মিয়া জানান, দীর্ঘদিন ধরে একই গ্রামের সুলেমান মিয়ার ছেলে সবুজ মিয়ার সাথে নিহত শাহজাহান মিয়ার জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার দুপুরে প্রতিপক্ষের লোকজন শাহজাহানকে বাড়ি থেকে ডেকে নিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়।স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. হায়দার আলী তাকে মৃত ঘোষণা করেন।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here