যানজটে আটকা পড়ে মহাসড়কে সন্তান প্রসব

0
368

খবর ৭১ঃ ঈদে ঘরে ফেরার সময় মহাসড়কের যানজটের মধ্যেই সন্তান প্রসব করলেন সন্তান সম্ভবা এক নারী। মঙ্গলবার সকাল ১০টার দি‌কে স্বামীর সঙ্গে গাজীপুর থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে বঙ্গবন্ধু সেতুর গোলচত্ত্বর এলাকায় প্রসব বেদনা শুরু হলে সেখানেই এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। পরে ভুঞাপুর থানা স্বাস্থ্য কম‌প্লে‌ক্স থেকে দুইজন নার্স সেতু এলাকায় এ‌সে শিশু সন্তানসহ মা‌কে চি‌কিৎসা দেন।

জানা যায়, যাত্রাকালীন সময়ে কন্যা সন্তানের জন্ম দেওয়া ওই নারীর স্বামীর নাম হা‌বিব হো‌সেন। হা‌বিব হো‌সন কু‌ড়িগ্রাম সদর উপ‌জেলার ৩নং ভোগদাঙ্গা ইউ‌নিয়‌নের পোরার ভিটা গ্রামের ফারুক হো‌সে‌নের ছে‌লে। তিনি তার স্ত্রী‌কে নি‌য়ে গাজীপুর শহরে বসবাস কর‌তেন। সেখানে কখনও রিক্সা, কখনও শ্র‌মি‌কের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। মঙ্গলবার প‌রিবা‌রের সঙ্গে ঈদ কর‌তে তিনি তার সন্তান সম্ভবা স্ত্র‌ী‌কে নি‌য়ে গাজীপুর থে‌কে একটি লোকাল প‌রিবহ‌নে কু‌ড়িগ্রাম যা‌চ্ছিলেন। বঙ্গবন্ধু সেতুর গোলচত্ত্বর এলাকায় হঠাৎ করেই তার স্ত্রী প্রসব বেদনা অনুভব করেন। এ সময় কোনো উপায় না পেয়ে সড়‌কের উপরই তার স্ত্রী কন্যা সন্তা‌নের জন্ম‌ দেন। পরে ভুঞাপুর থানা স্বাস্থ্য কম‌প্লে‌ক্স থেকে দুইজন নার্স সেতু এলাকায় এ‌সে শিশু সন্তানসহ মা‌কে চি‌কিৎসা দেন। বর্তমা‌নে মা মে‌য়ে দুইজনই সুস্থ্য র‌য়ে‌ছে। হা‌বিব তার মে‌য়ের নাম রে‌খে‌ছে স্বরনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here