গরিব ও অসহায় রোগীদের চিকিৎসার জন্য বেশি বেশি দান করার আহ্বান:ইমরান খান

0
289

খবর৭১ঃদুরারোগ্য ক্যান্সারে নিজের মাকে তিলে তিলে মৃত্যু পদযাত্রী হতে দেখেছেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান।

মায়ের স্মৃতিতে পাকিস্তানের বর্তমানের প্রধানমন্ত্রী ইমরান খান তিনি তৈরি করেন দেশের প্রথম ক্যান্সার স্পেশালাইজড হাসপাতাল। নাম শওকত খানম মেমোরিয়াল ক্যান্সার হাসপাতাল।

গরিব ও অসহায় রোগীদের চিকিৎসার জন্য বেশি বেশি দান করার আহ্বান জানিয়ে মঙ্গলবার সন্ধ্যায় টুইট করেন ইমরান খান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, ‘আমি আশা করছি, এই রমজানে মানুষ নিজের হৃদয় উজার করে শওকত খানম মেমোরিয়াল ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে দান করবেন। যাতে গরিব ও অসহার রোগীদের চিকিৎসা করা সম্ভব হয়।

পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক আরও বলেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও এই হাসপাতাল গরিব রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছে। হাসপাতাল নির্মাণ কাজ এখনও চলছে।

১৯৯৪ সালে লাহোরে গড়ে ওঠা এই হাসপাতালের শয্যা সংখ্যা ৬০০। এই হাসপাতালটির অনন্য বৈশিষ্ট্য হলো, এখানে ৭৫ শতাংশ ক্যান্সার রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।

একইভাবে পেশোয়ারেও নির্মাণ করেন আরেকটি ক্যান্সার হাসপাতাল। এসব হাসপাতালের প্রায় ৭০ শতাংশ চিকিৎসাই হয় অসহায় দরিদ্রদের যা সম্পূর্ণ বিনামূল্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here