ইরানের হুমকিতে ২ দেশের সেনা প্রশিক্ষণ স্থগিত

0
338

খবর৭১ঃইরানের হুমকিতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দুই দেশের সেনা প্রশিক্ষণ স্থগিত করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ইরাকে সেনাদের প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত করার কথা জানিয়েছে জার্মানি ও নেদারল্যান্ডস।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন ইরানের উত্তেজনা বাড়ছে, তখন বুধবার দেশদুটির কাছ থেকে এমন সিদ্ধান্ত এসেছে।

জার্মানির প্রতিরক্ষা মুখপাত্র জেন্স ফ্লসড্রফ বলেন, তার দেশের সেনা বাহিনী ইরাকে প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত রেখেছে। বর্তমান পরিস্থিতি ইরানের প্রতিবেশী দেশটিতে সেনাদের জন্য সতর্কতা বেড়ে যাওয়ায় এমন উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হবে। এ মহূর্তে সেখানে কোনো বাস্তবিক হুমকি নেই।

ইরাকে ১৬০ সেনা মোতায়েন করেছে জার্মানি। তাদের মধ্যে ৬০ জন রয়েছেন উত্তর বাগদাদের তাজিতে। এছাড়া কুর্দি-নিয়ন্ত্রিত উত্তরাঞ্চল এরবিলে বাকি ১০০ সেনা অবস্থান করছে।

এছাড়া নেদারল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী বলেন, হুমকির কারণে ইরাকে তাদের প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত করা হয়েছে।

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে এরবিলে কুর্দিশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে অর্ধশতাধিক ডাচ সেনা।

নেদাল্যান্ডসের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট জানায়, দেশটি দুজন সামরিক উপদেষ্টা ও চার বেসামরিক বিশেষজ্ঞকে বাগদাদে ন্যাটোর সক্ষমতা নির্মাণ মিশনে পাঠানো হচ্ছে।

তবে ইরাকে লিথুনিয়ার আট সেনা থাকলেও দেশটিতে তাদের কর্মসূচি বন্ধ করবে না বলে জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here