ডিসি সম্মেলন হতে পারে ১৪-১৮ জুলাই

0
296

খবর৭১ঃ চলতি বছরের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হতে পারে আগামী ১৪ জুলাই। এই প্রথমবারের মতো এ সম্মেলন ৫ দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন চলবে ১৮ জুলাই পর্যন্ত।

১৪ জুলাই সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ের ‘শাপলা’ হলে এই সম্মেলন উদ্বোধন করবেন।

তবে বিষয়টি নিয়ে এ মুহূর্তে নাম প্রকাশ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কেউ কথা বলতে রাজি হননি।

বিগত বছরগুলোতে তিন দিনব্যাপী ডিসি সম্মেলন অনুষ্ঠিত হলেও এবারের সম্মেলন হবে পাঁচ দিনব্যাপী। গত বছর ২৪ থেকে ২৬ জুলাই ডিসি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এর আগের বছর হয়েছিল চারদিন ব্যাপী।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, বরাবরের ন্যায় এবারও প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সম্মেলন উদ্বোধন করা হবে। এরপর মুক্ত আলোচনায় মাঠ প্রশাসন সংক্রান্ত গুরুত্বপূর্ণ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে শুনবেন ও নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী।

এছাড়া সম্মেলনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দিক-নির্দেশনা গ্রহণ করবেন ডিসিরা। এটা হবে বঙ্গভবনের দরবার হলে।

রেওয়াজ অনুযায়ী ডিসি সম্মেলন চলাকালে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সিনিয়র সচিব, সচিবরা বিভিন্ন অধিবেশনে উপস্থিত থেকে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মূল্যবান উপদেশ ও দিক-নির্দেশনা দিয়ে থাকেন। কর্ম অধিবেশনগুলো হবে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে। কার্য অধিবেশনগুলোতে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here