ফের ধীর হতে পারে ইন্টারনেটের গতি

0
427

খবর৭১ঃ ইন্টারনেটের গতি ফের ধীর হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। তারা জানায়, দেশের প্রথম সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-৪) মেরামত কাজ চলায় এই সমস্যা হতে পারে।

বুধবার (৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিএসসিসিএল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-৪) কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে ৩ নম্বর রিপিটার বসানোর কাজ চলছিল। ঘূর্ণিঝড় ফণীর কারণে ওই কাজ বন্ধ করে দেয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ওই কাজ বুধবার থেকে আবারও শুরু করা হচ্ছে। এতে আগামী ছয় থেকে সাত দিন কক্সবাজার ল্যান্ডিং স্টেশনের টার্মিনেটেড সার্কিটগুলো বন্ধ থাকবে। ফলে এ সময় দেশে ইন্টারনেটের গতি কমে যেতে পারে।’

এর আগে কয়েক দফায় ইন্টারনেটের গতি কমে গিয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here