ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

0
656

খবর ৭১ঃ ঠাকুরগাঁওয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ ভোরে জেলার হরিপুর উপজেলার দনগাঁ সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সুমন (২২)। তিনি হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের সফিরুল ইসলামের ছেলে। এছাড়া একই সীমান্ত থেকে মাসুদ রানা (২০) নামে অন্য এক যুবককে আটক করে নিয়ে গেছে বিএসএফ। তিনি ডাঙ্গীপাড়া গ্রামের এনাদুলের ছেলে।

জানা গেছে, ভোর ৪টার দিকে ১০-১২ জন বাংলাদেশি দনগাঁ সীমান্তের ৩৫৭ নম্বর পিলার সংলগ্ন এলাকায় গেলে ভারতের বসতপুর বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে সুমন নিহত হন। তার মরদেহ সীমান্তে জিরো লাইনের এপারে বাংলাদেশের অভ্যন্তরে পড়ে রয়েছে।

এ সময় বিএসএফের হাতে আটক হয় মাসুদ রানা নামে অন্য একজন।

বিজিবির ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সামিউন নবী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিএসএফের এই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে ও পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। দুপুর ১২টায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here