স্বাধীনতা দিবসে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন মুক্তিযোদ্ধারা।

0
241

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
স্বাধীনতা দিবস উপলক্ষে ছাতকের মুক্তিযোদ্ধাদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধারা।সাম্প্রতি ছাতকের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশ প্রহরী নিয়োগে সকল প্রকার পরীক্ষায় উত্তীর্ণ হয়েও আর্থিক লেনদেনের মাধ্যমে প্রশাসনের কতিপয় কর্মকর্তা মুক্তিযোদ্ধাদের সন্তানদের বাদ দিয়ে বাইরের এমনকি ক্যাচমেন্ট এলাকার বাইরের লোকদেরও নিয়োগ দেওয়ার অভিযোগ ওঠে ছাতক পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষের বক্তব্যে।এ সময় উপস্থিত সকল মুক্তিযোদ্ধারা এর সমর্থন জানান এবং প্রশাসনের ওই কর্মচারীদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত সোনিয়া সুলতানার সভাপতিত্বে ও পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবীবের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।তিনি তার বক্তব্যে মুক্তিযোদ্ধাদের সমর্থন জানিয়ে যে সকল নিয়োগে অনিয়ম হয়েছে সবগুলো খতিয়ে দেখে অভিযোগ প্রমাণিত হলে নিয়োগ বাতিল করার নির্দেশ দেন।বিশেষ অতিথি ছিলেন,উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ফজলুর রহমান।

খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here