ক্ষমতাসীনরা যখন সুবিধাজনক মনে করে, তখন বুকে টেনে নেয়ঃ নুর

0
468

খবর৭১ঃডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর বলেছেন, ক্ষমতাসীনরা যখন সুবিধাজনক মনে করে, তখন বুকে টেনে নেয়। আবার যখন মনে করে আমরা শত্রু, তখন মার দেয়। তাদের মুখে মধু অন্তরে বিষ। তাদের বিশ্বাস করাটা খুব টাফ।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তিনি এসব কথা বলেন।

নবনির্বাচিত ভিপি বলেন, গতকালও (সোমবার) আমরা দেখেছি। রোকেয়া হলে ছাত্রলীগ নেত্রীরা আমাকে মেরেছে।

গত ৩০ জুন লাইব্রেরির সামনে তারা মেরেছিল আমাকে। শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আজও আমি যখন টিএসসিতে এসেছি তারা আমাকে ধাওয়া দিয়েছে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here