অনির্দিষ্টকালের জন্য ভারতের ৫ বিমানবন্দর বন্ধ ঘোষণা

0
238

খবর ৭১ঃ পাল্টাপাল্টি আক্রমণের জেরে সীমান্তবর্তী পাঁচ বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

বুধবার সকালে জম্মু-কাশ্মীরে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হওয়া এবং পাকিস্তান ও ভারতীয় বিমানবাহিনীর একের পর আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর এনডিটিভি।

বন্ধ ঘোষণা করা বিমানবন্দরগুলো হলো- জম্মু, লেহ, শ্রীনগর, পাঠানকোট ও চণ্ডিগড়।

ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সব আধাসামরিক বাহিনী এবং নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বৈঠকে বসেছেন। এতে সীমান্ত পরিস্থিতি নিয়ে ব্রিফ করা হবে।

সীমান্তে সর্বশক্তি মোতায়েন এবং সম্পূর্ণ প্রস্তুতির জন্য সব বাহিনীর মহাপরিচালকদের নির্দেশনা দেয়া হবে।

এ ছাড়া ভারতীয় বিমানবাহিনী সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করেছে। সব যুদ্ধ ঘাঁটিতেও সতর্কতা দেয়া হয়েছে, যাতে ২ মিনিটের মধ্যেই পাইলট বিমান নিয়ে উড্ডয়ন করতে পারেন।

এ ছাড়া এই যুদ্ধাবস্থার মধ্যে ভারত-পাকিস্তানমুখী আন্তর্জাতিক ফ্লাইটেও প্রভাব পড়তে শুরু করেছে।

কিছু কিছু ফ্লাইট যেখান থেকে রওনা দিয়েছিল, সেখানে ফিরে গেছে। বাকিরাও বিকল্প উপায় খোঁজার চেষ্টা করছে।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here