পাক-ভারতের উত্তেজনা নিয়ে মুখ খুললেন ট্রাম্প

0
259

খবর৭১ঃ পাকিস্তান ও ভারতের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে ফের মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরআগেও কাশ্মীরের পুলওয়ামার হামলার প্রতিক্রিয়া দিয়েছিলেন তিনি।

এক বিবৃতিতে ট্রাম্প ভারত-পাকিস্তানের পরিস্থিতিকে ‘অত্যন্ত ভয়াবহ’ বলে উল্লেখ করেন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে খুবই খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। খুবই ভয়াবহ পরিস্থিতি। আমরা এই পরিস্থিতির সমাধান চাই। বহু মানুষের মৃত্যু হয়েছে।’

তিনি বলেন, ভারত এখন অত্যন্ত শক্তিশালী কোনও পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করছে। এই হানায় ভারতের প্রায় ৫০ জন মারা গিয়েছে। আমি এই অনুভূতিটা বুঝতে পারি।

তিনি জানান, তার প্রশাসন এই দুই দেশের সঙ্গেই কথা চালাচ্ছে। আমরা কথা বলছি। বহু মানুষ কথা বলছেন। সকলেই চান এই ব্যাপারটির একটি ইতিবাচক নিষ্পত্তি হোক।

ট্রাম্প বলেন, দু’পক্ষেরই অত্যন্ত ভারসাম্য রেখে চলা দরকার। যে ঘটনা ঘটেছে, তারপর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে বহু সমস্যার জন্ম দিয়েছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here