জেসিসির পঞ্চম বৈঠক আগামী মাসের প্রথম সপ্তাহে নয়াদিল্লিতে

0
285

খবর৭১:বাংলাদেশ ও ভারতের যৌথ পরামর্শক কমিশনের (জয়েন্ট কনসালটেটিভ কমিশন, সংক্ষেপে জেসিসি) পঞ্চম বৈঠক আগামী মাসের প্রথম সপ্তাহে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের নেতৃত্ব দিতে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নয়াদিল্লি যাবেন ড. এ কে আবদুল মোমেন।

বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের তাঁর দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে। এর আগে ২০১৭ সালের অক্টোবর মাসে ঢাকায় জেসিসির চতুর্থ বৈঠক হয়েছিল।
এদিকে জেসিসি বৈঠককে সামনে রেখে আজ বুধবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্ত মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। এতে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। জানা গেছে, আসন্ন জেসিসি বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ, নিরাপত্তা, যোগাযোগ, সীমান্ত, নদ-নদী ব্যবস্থাপনা, বিদ্যুত্, পানি, জ্বালানি, জাহাজ চলাচল, মানুষে মানুষে সম্পর্কসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া এর আগে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হবে ওই বৈঠকে।

খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here