মাশরাফি হীরার টুকরো, সোনার ছেলে: প্রধানমন্ত্রী

0
243

খবর৭১ঃ জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে হীরার টুকরো, সোনার ছেলে বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার ধানমণ্ডিতে ‘সুধাসদন’ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নড়াইলবাসীর কাছে মাশরাফির পক্ষে ভোট চাওয়ার সময় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মাশরাফি হীরার টুকরো, সোনার ছেলে, ক্রিকেট খেলোয়াড়। তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে আমরা হারিয়েছি। আপনারা মাশরাফিকে ভোট দেবেন। মাশরাফি তার পায়ের ব্যথার জন্য নড়াইলে যেতে পারেনি। তাকে আমার কাছে রেখেছি।

শেখ হাসিনা বলেন, এর আগে নড়াইলের দুটি আসন থেকে আমি নির্বাচন করেছিলাম। এবার নড়াইল-১ আসনে বিএম কবিরুল হক মুক্তি ও নড়াইল-২ আসনে মাশরাফিকে দিয়ে নির্বাচন করাচ্ছি। আপনারা নড়াইলের দুটি সিটই আমাকে উপহার দেবেন।

ভিডিও কনফারেন্সে মাশরাফি বলেন, আমাকে নৌকা মার্কায় মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর সম্মান ও সমবেদনা প্রদর্শন করি।

তিনি বলেন, আমার পায়ের ব্যথার জন্য নড়াইলে আসতে দেরি হচ্ছে। আমি অচিরেই এসে সবার সঙ্গে নির্বাচনী প্রচারে অংশ নেব।

এ সময় তার পক্ষে নির্বাচনী প্রচার চালিয়ে যাওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাশরাফি।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here