সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নিবে যুক্তরাষ্ট্র

0
668

খবর৭১:সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সব সেনা প্রত্যাহার করে নেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ বিষয়টি কিছুদিন আগেই জানিয়েছিলেন।

সম্প্রতি মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামি স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধের জন্য সেখানে কিছু সেনা মোতায়েন রয়েছে। তবে আইএস পরাজিত হওয়ার সঙ্গে সঙ্গে তাদের প্রত্যাহার করা হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে বলেছেন, সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) পরাজিত হয়েছে। আইএস এর সঙ্গে লড়াইয়ের জন্যই কেবল সেনাদের সেখানে রাখা।

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বেশিরভাগ অঞ্চলকে আইএস মুক্ত করতে সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) কে সহায়তা করছে প্রায় দুই হাজার মার্কিন সেনা। কিন্তু এখনো সেখানে কিছু কিছু জায়গায় রয়ে গেছে আইএস এর উপস্থিতি। সে এলাকাগুলো থেকে আইএস নির্মূল হয়ে আসতে থাকায় যুক্তরাষ্ট্র এখন সেখান থেকে সরে আসতে চাইছে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here