বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

0
276

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান বিজয় দিবস। এ উপলক্ষে গতকাল রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
সকালে বিরামপুরের ঐতিহ্যবাহী আনসার মাঠে বিভিন্ন স্কুল-কলেজ, আইন শৃঙ্খলা ও আনসার বাহিনীর অংশগ্রহণে কুচকাওয়াজ প্রদর্শিত হয়।
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীর, বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার, বিরামপুর পৌর মেয়র লিয়াকত আলী সরকার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলতাফুজ্জামান মিতা, থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, প্রবীণ রাজনীতিবিদ আব্দুল আজিজ সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লুৎফর রহমান শাহ, উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি ইন্তাজ উদ্দিন কামাল, মুক্তিযোদ্ধা হবিবর রহমান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম শাহজাহান আলী, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন প্রমূখ।
আলোচনা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ বিষয়ক ডিসপ্লে প্রদর্শন ও পুরস্কার বিতরণ করা হয়। অন্যদিকে সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে এক মুক্তিযুদ্ধ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here