শহরে বিপুল পরিমাণ চোরাই মালামালসহ ৬ যুবক আটক

0
218

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে চুরি হওয়া মালামালসহ চোর চক্রের ৬ সদস্যকে আটক করেছে সদর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে চোরাইকৃত মোবাইল ফোন ও ল্যাপটপসহ মালামাল উদ্ধার করা হয়। শুক্রবার বিকেলে হবিগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গণে এক প্রেস কনফারেন্সে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। তিনি জানান, গত ৩০ নভেম্বর শহরের পৌর এলাকার পৌর মার্কেটে মৃদুল কান্তি দাসের একটি টেলিকমের দোকান থেকে তালা ভেঙ্গে ল্যাপটপ, মোবাইল ফোন, মোমোরিকার্ড, ট্যাব, নগদ টাকাসহ প্রায় আড়াই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে এ ঘটনায় সে বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে।
মামলাটি দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা এসআই মোল্লা লুৎফুরের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত ২/৩ দিন অভিযান চালিয়ে চোর চক্রের ৬ সদস্যকে আটক করে। পরে তাদের দেয়া তথ্যমতে চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ৮২টি মোবাইল ফোন, ১টি ল্যাপটপ, ১৬টি মেমোরিকার্ড ও ১টি তালা ভাঙ্গার রেঞ্জ। পুলিশ সুপার আরও জানান, তাদের অভিযান অব্যাহত আছে এবং আটকৃতদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের সহযোগীদেরও ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে।আটককৃত চোররা হল, ইকবাল মিয়া, আব্দুল মালেক, রাজু চক্রবর্তী, দেওয়ান নবী, মিঠু চন্দ্র দাস ও নাজিম মিয়া। এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ও হবিগঞ্জ সদর মডেল থানার ওসি সহিদুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here