শহরের পশ্চিম ভাদৈয়ে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

0
377

হবিগঞ্জ প্রতিনিধিঃ শহরতলীর পশ্চিম ভাদৈ এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সে বানিয়াচং উপজেলার কুশিয়ারতলা গ্রামের রইছ আলীর স্ত্রী বলে জানা গেছে। জানা যায়, সকাল ১০ টার দিকে নুরেছা বেগম (৫০) বাড়ী থেকে বের হয়ে রিচি গ্রামে সাহেব বাড়ী যান। সেখান থেকে দুপুর ১২ টার দিকে তার মেয়ে জামাই বাসা পশ্চিম ভাদৈ এলাকায় যান। সেখান থেকে বাড়ী ফিরার পথে বিকাল সাড়ে ৪টার দিকে শায়েস্তাগঞ্জ গামী একটি মোটর সাইকেল বৃদ্ধাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পথিমধ্যে তার মৃত্যু হয়।
মঈনুল হাসান রতন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here