আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর থানা পুলিশ ৫৫টি ইয়াবা ট্যাবলেটসহ বাকী মিঞা (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
থানা সূত্র জানা যায়, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ এ অভিযান চালায়। এতে বল্লমঝাড় ইউনিয়নের খোলাবাড়ি গ্রাম থেকে বাকী মিঞাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাকী মিঞা একই ইউনিয়নের কাজল ঢোপ গ্রামের ফরহাদ হোসেন মন্ডলের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ- মজিবুর রহমান জানান, এ ব্যাপারে বাকী মিঞার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আসামী বাকী মিঞাকে আদালতে পাঠানো হয়েছে।
খবর৭১/ইঃ