নেপালকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

0
239

খবর৭১ঃ সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দল।

রোববার সন্ধ্যা ৭টায় ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি শুরু হয়।

এদিন শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলে বাংলাদেশ নারী ফুটবল দল। একাধিকবার সুযোগ পেয়েও প্রথমার্ধে গোল দিতে ব্যর্থ হন কোচ গোলাম রব্বানী ছোটনের শীষ্যরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় বাংলাদেশ। খেলার ৪৮ মিনিটে গোল করে এগিয়ে যায় বাংলাদেশ নারী ফুটবল দল। এরপর আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এর আগে গ্রুপপর্বের খেলায় নেপালকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেমিফাইনালে ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে যায় বাংলাদেশ দল।

গত শুক্রবার সেমিফাইনালে ভারতকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে নেপাল। সেদিন ভারতের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here