নান্দাইলে নভেম্বরের মধ্যেই শতভাগ বিদ্যুৎ

0
254

এবি সিদ্দিক খসরু, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার প্রতিটি গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে। প্রতিদিনই বিভিন্ন গ্রামের বিদ্যুতহীন পরিবারগুলোতে বিদ্যুত সংযোগ অব্যাহত রয়েছে। ২০১৪ সনের পূর্বে ৩২ বছরে নান্দাইলে বিদ্যুতের গ্রাহক সংখ্যা ছিল ২২ হাজার। বর্তমানে এমপি আনোয়ারুল আবেদীন খাঁন তুহিনের সাড়ে চার বছরে অদ্যবাধি পর্যন্ত ৩১ হাজার ৫৮০ জন গ্রাহকের মাঝে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। প্রতিদিনই বিদ্যুৎ সংযোগ অব্যাহত আছে। শীর্ঘ্রই নভেম্বরের মধ্যে নান্দাইল উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করা হবে। অন্ধকারাচ্ছন্ন গ্রামগুলোতে এখন সন্ধ্যা হলেই জ্বলে ওঠে বৈদ্যুতিক বাতি। ঝলমলে হয়ে উঠে প্রতিটি পল্লী, পাড়া-মহল্লা। কোনটি পল্লী বিদ্যুত আবার কোনটি সৌর বিদ্যুতের উৎসে জ্বলে উঠে বাতিগুলো। এতে স্কুল-কলেজে পড়ুয়া ছাত্রছাত্রীরা তাদের শিক্ষার মান বাড়াতে এক ধাপ এগিয়ে চলছে। সেই সাথে বিদ্যুতের আলো কাজে লাগিয়ে নিম্ন আয়ের পরিবারগুলো বিভিন্ন কুটির শিল্প কাজের মাধ্যমে আত্মনির্ভরশীল হচ্ছে। উপজেলার বিভিন্ন সড়ক ও প্রতিষ্ঠানের সামনে লাগানো হয়েছে সোলার স্ট্রিট লাইট। এছাড়া নিয়িমিত বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে মুশুলী ইউনিয়নের বিদ্যুতের সাবস্টেশন নির্মিত হয়েছে।“জননেত্রী শেখ হাসিনার উদ্দ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” স্লোগান ও ডিজিটাল দেশ গড়ার বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন। নান্দাইল উপজেলার ১২টি ইউনিয়নে সাড়ে ৪ বছরে বিগত ৩২ বছরের বেশী বিদ্যুতায়ন করা হয়েছে। যা নান্দাইলের প্রতিটি ইউনিয়নে দৃশ্যমান ও অভাবনীয় সাফল্য। শুধু তাই নয় ৫ই নভেম্বর/১৭ইং সনে নান্দাইল পৌরসভাকে শতভাগ বিদ্যুতায়নের আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করা হয়। জানা যায়, ১৯৮২ইং সনের শেষের দিকে নান্দাইলে প্রথম বিদ্যুতের আলো জ্বলে উঠে। ২০১৪ সনের পূর্বে নান্দাইলে গ্রাহক পর্যায়ে বিদ্যুত সংযোগ ২৪% ছিল। বর্তমানে তা দাড়িয়েছে ৯২%। নান্দাইল বিদ্যুৎ সেক্টর উন্নয়নের তুলনামূলক চিত্রানুযায়ী ১৯৮২-২০১৩ইং পর্যন্ত বিদ্যুৎ পেয়েছেন ২২ হাজার গ্রাহক এবং এমপি তুহিনের ২০১৪ অদ্যবধি পর্যন্ত বিদ্যুৎ পেয়েছেন ৩১ হাজার ৫৮০ জন গ্রাহক। পূর্বের ৪৩০ কি.মি. বিদ্যুত লাইনের পর ২০১৪ সাল থেকে এপর্যন্ত নান্দাইলে নির্মিত হয়েছে ৬০০ কি.মি নতুন বিদ্যুৎ লাইন নির্মাণ করা হয়েছে। আরও ১৩০ কি.মি নতুন বিদ্যুৎ লাইন নির্মান চলমান রয়েছে। শুধু তাই নয় নিয়মিত বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে মুশুলী ইউনয়িনে বিদ্যুতের একটি সাবস্টেশন নির্মাণ করা হয়েছে। এছাড়া জাহাঙ্গীরপুর ইউনিয়নে ১০ কোটি টাকা ব্যয়ে আরও একটি বিদ্যুতের সাবস্টেশন নির্মাণের বরাদ্দ প্রদান করা হয়েছে। এ ব্যাপারে সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন জানান, গ্রামা লের গুরুত্বপূর্ণ স্থানে রোড লাইট স্থাপন ও জননেত্রীর শেখ হাসিনার বিদ্যুৎ পৌঁছাতে পেরে খুবই আনন্দিত। পর্যায়ক্রমে নান্দাইলের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং হাট বাজারে রোড লাইট স্থাপন করা হবে। খুব শীঘ্রই নান্দাইল উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করা হবে।

খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here