নড়াইলের আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান!

0
253

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনের পলেস্তরা ভেঙ্গে পড়ে ৮ম শ্রেণির দুই ছাত্র আহত হয়েছে। এ ঘটনা ঘটে। এতে অষ্টম শ্রেণির ছাত্র বিল্লাল ও সিফাত ঘাড়ে আহত পেয়েছে। তবে অল্পের জন্য বড় ধরণের বিপদ থেকে রক্ষা পেয়েছে শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা, আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, প্রায় পাঁচ বছর ধরে নড়াইলের আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের একতলা ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বৃষ্টি হলে ছাদ দিয়ে পানি পড়ে। ছাদের পলেস্তরা প্রায়ই ভেঙ্গে পড়ে। এ কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। ভবনটি ১৯৯৫ সালের দিকে নির্মাণের পর এখন ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এই ভবনটিতে শিক্ষকদের অফিস রুম, মেয়েদের কমনরুম ও অষ্টম শ্রেণির পাঠদান দেয়া হয়।
এদিকে বিদ্যালয়টিতে আরো দু’টি টিন শেডের ঘর থাকলেও শ্রেণিকক্ষের অভাবে ঝুঁকিপূর্ণ এই ভবনটিতে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুন্ডু, আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, ঝুঁকিপূর্ণ ভবনটির ব্যাপারে ইতোমধ্যে জেলা প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যকে অবগত করা হয়েছে। তবে নতুন ভবন বা সংস্কারের বিষয়ে কোনো সাড়া মেলেনি। এক্ষেত্রে আমরা নতুন একটি ভবন নির্মাণের দাবি করছি। এতে পাঠদানসহ শিক্ষা কার্যক্রম আরো গতিশীল হবে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here