চেতনা যুব পরিষদ, সিলেট-এর উদ্যোগে কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠান

0
287

মো. আব্দুল বাছিত
সিফডিয়া, সিলেটঃ
জনপ্রতিনিধিরা সমাজ ও দেশের উন্নয়নের জন্য কাজ করেন। তাদের উন্নয়ন কর্মকা-ের সত্যিকার মূল্যায়ন করলে তারা আরো বেশি সমাজসেবায় ব্রতী হবেন। সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে তাদের সামাজিক দায়বদ্ধতাকে আরো বাড়িয়ে দেওয়া হয়। এর জন্য সমাজকল্যাণে প্রেরণা লাভ করে মানবসেবায় অগ্রণী ভূমিকা পালন করেন।
চেতনা যুব পরিষদ, সিলেট-এর উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। গতকাল শনিবার (৮ সেপ্টেম্বর) বাদ সন্ধ্যা দরগাহ গেইটস্থ সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ এবং ৪,৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর এডভোকেট কুলসুমা আক্তার পপিকে সংবর্ধনা প্রদান করা হয়।
পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল হাসিবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর যুগ্ম পরিচালক মো. সাজ্জাদুর রহমান, পরিষদের সহ সভাপতি মো. আব্দুস সুবহান আজাদ।
সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেইনের স ালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের কোষাধ্যক্ষ আমির উদ্দিন পাবেল, আপ্যায়ন সম্পাদক তারেক আহমদ মজুমদার, কার্যকরী পরিষদ সদস্য এডভোকেট ইসমত ইবনে ইসহাক, জিএম নজরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারী অফিস সম্পাদক আব্দুর রাজ্জাক চৌধুরী। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ এবং সংবর্ধিত কাউন্সিলরদেরকে ফুল দিয়ে বরণ করেন পরিষদের সদস্যবৃন্দ। শেষে সংবর্ধিত অতিথিবৃন্দের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পরিষদের সহ সভাপতি মো. দিলওয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক এইচ এম কাওছার আহমদ, অর্থ সম্পাদক এডভোকেট মো. সাজ্জাদুর রহমান, মাছুম আহমদ, মো. ফিরোজ আহমদ, এম এ মালেক খান শাফী, এম এ মালেক, এড. জাহাঙ্গীর আলম, মো. আফরোজ হোসেন প্রমুখ।
সংবর্ধিত অতিথির বক্তব্যে কাউন্সিলর রেজওয়ান আহমদ বলেন, আমার এ বিজয় ওয়ার্ডবাসীর বিজয়। এর মাধ্যমে তারা প্রমাণ করেছেন, তারা আমাকে ভালোবাসেন। তাদের ভালোবাসার প্রতিদান স্বরুপ আগের মতোই ওয়ার্ডবাসীর উন্নয়নে আমি ব্্রতী হবো। পাশাপাশি চেতনার সামগ্রিক কর্মকান্ডে যথাযথ সহযোগিতা করার চেষ্টা করবো।
এডভোকেট কুলসুমা আক্তার পপি বলেন, ওয়ার্ডবাসী আমাকে ভোট দিয়েছে তাদের সেবা করার জন্য। সেটাই আমার লক্ষ্য। ওয়ার্ডবাসীর উন্নয়নের নিজেকে বিলিয়ে দেবো। তাদের ভালোবাসার যাতে সঠিক প্রতিদান দিতে পারি সেজন্য সকলের দোয়া চাই। পরিষদের কর্মকান্ড অনেক দূর এগিয়ে যাক এই কামনা করি। পরিষদের যেকোনো সর্বাত্মক সহযোগিতার চেষ্টা করবো।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here