বাগেরহাটে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

0
216

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে ব্যাপক উৎসাহ উদ্দিপনায় শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে যাত্রাপুর লউপালা গোপাল জিউ মন্দির ও কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজারের কালীপদ দেবনাথ স্মৃতি কেন্দ্রীয় দূর্গা মন্দিরে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কচুয়ায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন ইসকন মন্দির কমিটির সভাপতি এবং বাগেরহাট প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি বাবুল সরদার, কচুয়া থানার অফিসার ইনচার্জ রবিউল কবির, ওসি তদন্ত ইকবাল হোসেন সরদার। ইসকন রাধা মদন মোহন মন্দিরের অধ্যক্ষ প্রাণ গোপাল দাস ব্রম্মচারীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সুবোধ চন্দ্র সাহা, মাখন লাল দেবনাথ, প্রদীপ বসু সন্তু, ইসকন মন্দিরের পক্ষে সনাতন মুরারী দাস, সম্ভুনাথ গেীর দাস, বাসুদেব মুন্সি, বিচিত্র দাস প্রমুখ। পরে সকলের অংশ গ্রহনে সাইনবোর্ড বাজারের কালীপদ দেবনাথ স্মৃতি কেন্দ্রীয় দূর্গা মন্দির থেকে রথযাত্রা শুরু হয়ে শিবপুরের শিব মন্দিরে গিয়ে শেষ হয় এবং ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here