ডিএনসিসির মোবাইল কোর্টে ১৯টি মামলায় ৯১ হাজার টাকার অধিক জরিমানা আদায়।

0
203

খবর ৭১

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসির বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস তথা কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করা, লাইসেন্স ব‍্যতীত ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ব‍্যবসা করা, মাস্ক না পড়া এবং স্বাস্থ্য বিধি না মানার কারণে মোবাইল কোর্টে মোট ১৯ টি মামলায় সর্বমোট ৯১ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।

আজ ২০ শে এপ্রিল, ২০২১ খ্রিষ্টাব্দ তারিখ রোজ- মঙ্গলবার নির্বাহী ম‍্যাজিস্ট্রট দ্বারা পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ডিএনসিসি এলাকার ৩ নম্বর অঞ্চলের ১৯ নম্বর ওয়ার্ডে ৪ টি মামলায় ৭৫ হাজার টাকা, ৯ নম্বর অঞ্চলের ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ডে ১৩ টি মামলায় ১০ হাজার ১০০ টাকা এবং ১০ নম্বর অঞ্চলের ৪২ নম্বর ওয়ার্ডে ২ টি মামলায় ৬০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ১৯ টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ৯১ হাজার ১০০ টাকা।

এসময় সকলকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্য বিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here