আল-আকসা মসজিদের প্রধান প্রহরীর বাড়ি ভেঙ্গে দিছে ইসরাইল

0
215

খবর ৭১: বাড়িটি ১০ বছর আগে নির্মাণ করা হয়েছিলো। ইসরাইল কর্তৃপক্ষ লাইসেন্স বিহীন নির্মাণ বলে বাড়িটি ভেঙ্গে দিল। তাছাড়াও বাড়িটি ভাঙ্গার আগে পরিবারকে বড় আকারের জরিমানা করেছিল। দুই তলা এই বাড়িতে চারটি অ্যাপার্টমেন্ট ছিল। সেখানে ১৭ জনের মত মানুষ বাস করতো। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি ছিল।

মঙ্গলবার জেরুজামের আল-ইসাশিয়া গ্রামে আল-আকসা মসজিদের প্রধান প্রহরী ফাদি আলিয়ানার বাড়ি ভেঙ্গে দেওয়া হয়।

আলিয়ানার পরিবার বলেন, ইসরাইলের সৈন্যরা কয়েক দিন আগে থেকে তাদের বাড়িটি ভেঙ্গে ফেলার হুমকি দিচ্ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here