আজ থেকে সৈয়দপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

0
888

মিজানুর রহমান মিলন
সৈয়দপুর:
নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে আজ চারটি খেলা অনুষ্ঠিত হবে। কাল বুধবার চুড়ান্ত খেলা ও সমাপণী অনুষ্ঠানের মধ্যদিয়ে পর্দা নামবে তিন দিনব্যাপী এ আয়োজনের।এর আগে গতকাল সোমবার বর্ণাঢ্য আয়োজনে ওই টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। সকালে সৈয়দপুর উপজেলা প্রশাসন আয়োজিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেনন অনুষ্ঠানের
প্রধান অতিথি নীলফামারী -৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আহসান আদেলুর রহমান আদেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন ও নারী ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এস. এম. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বলেন উপজেলা শিক্ষা অফিসার মো, শাহজাহান মন্ডল। অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, সৈয়দপুর বণিক সমিতির সভাপতি মো. ইদ্রিস আলী, আমন্ত্রিত অতিথি, জনপ্রতিনিধি সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
এরআগে প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে প্রধান ও বিশেষ অতিথিরা বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে ৪ টি খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের দুটি খেলায় বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ৫- ০ গোলে মধুপুর ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে এবং লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ১- ০ গোলে কুজিপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়েছে।
অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দুটি খেলায় তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ২-০ গোলে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে এবং পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ১-০ গোলে নিজবাড়ী দর্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করেছে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সহকারি শিক্ষক মো. আখেরুজ্জামান আপেল।
আজ মঙ্গলবার টুর্নামেন্টের দ্বিতীয় দিনে আরো চারটি খেলা অনুষ্ঠিত হবে। কাল বুধবার ফাইনাল খেলার মধ্যদিয়ে টুর্নামেন্টের পরিসমাপ্তি ঘটবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here