নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা

0
769

জোহরুল ইসলাম,নাচোল(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের নাচোল সরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে রাজশাহী বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা(দুদক)।সোমবার বেলা ১২টায় নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে এ অভিযান পরিচালনা করেন রাজশাহী বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক রাশেদুল ইসলাম।দুদক সূত্রে জানা গেছে,অনুপস্থিতির কারণে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা হয়রানির শিকার ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন, দুদক অভিযোগ কেন্দ্রে (১০৬) আসা এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ দেশের ৮টি জেলার (ঢাকা, রংপুর, রাজশাহী, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া, পাবনা) মোট ১০টি সরকারি হাসপাতালে একযোগে অভিযান পরিচালনা করে দুদক এনফোর্সমেন্ট টিম।এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে দুদক এ অভিযান পরিচালনা করেন।রাজশাহী বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক আলমগীর হোসেন জানান,সরোজমিনে নাচোল স্বাস্থ্য ককমপ্লেক্সে অভিযানে হাসপাতালের ইউএইচ ডাক্তার জাহাঙ্গীর হোসেন গত ৩(তিন)ধরে হাসপাতালে অনুপস্থিত রয়েছেন।তিনি মৌখিকভাবে সিভিল সার্জনের কাছে ছুটি নিয়ে সাবেক কর্মস্থল গোপালগঞ্জে রয়েছেন।অন্যদিকে মেডিকেল অফিসার আনোয়ারুল আবেদীন গত ০৮জানুয়ারি থেকে হাজিরা খাতায় অনুপস্থিত রয়েছেন।অপরদিকে মেডিকেলের স্যাকমো বাইরুল ইসলাম ১৭ই জানুয়ারি থেকে অনুপস্থিত রয়েছেন।তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার কথা জানান এই কর্মকর্তা।ভুক্তভোগী রোগীদের সাথে কথা বলে জানা যায়, উপজেলা/মফস্বলে পর্যাপ্ত চিকিৎসকদের নিয়োগ দেওয়া হলেও তারা হাসপাতালে চিকিৎসাসেবা না দিয়ে বাইরে প্রাইভেট প্র্যাকটিসে সময় দেন।এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শীর্ষ কর্মকর্তারা মাসের বেশিরভাগ সময় অনুপস্থিত থাকেন। এ সুযোগে কনসালটেন্ট ও মেডিকেল অফিসাররাও কর্মস্থলে ঠিকমতো হাজির থাকেন না। অনেকে সপ্তাহে দু’একদিন হাজিরা খাতায় স্বাক্ষর করে পুরো মাস অনুপস্থিত থাকেন এবং পুরো মাসের বেতন উত্তোলন করেন।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here