৮ ফেব্রুয়ারি লাঠি নিয়ে থাকবেন ১৫ হাজার মালিক-শ্রমিক

0
360

খবর ৭১: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে রাজপথে কোনও বিশৃঙ্খলা হলে তা শক্ত হাতে দমনের ঘোষণা দিয়েছে ঢাকা পরিবহন মালিক সমিতি।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সড়ক ভবনে সমিতির যৌথ সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়।

ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ বলেন, ‘৮ তারিখ খালেদা জিয়ার রায় উপলক্ষে বিশৃঙ্খলা হলে কঠোর হাতে দমন করা হবে। ওইদিন চারটি টার্মিনালে ১৫ হাজার মালিক-শ্রমিক লাঠি হাতে অবস্থান নেবেন।’

তিনি বলেন,‘ওই দিন সব ধরনের নাশকতা এড়াতে রাজধানীর গুলিস্তান, মহাখালী, ফুলবাড়িয়া ও সায়েদাবাদ বাস টার্মিনালে পরিবহন মালিক-শ্রমিকরা গজারি নিয়ে অবস্থান করবেন।’

তিনি জানান, ৭ তারিখ রাত থেকেই ১১ তারিখ পর্যন্ত টার্মিনাল পাহারা দেওয়া হবে।

খন্দকার এনায়েত উল্লাহ বলেন, ‘৮ ফেব্রুয়ারি বাসচলাচল স্বাভাবিক থাকবে। খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিএনপি নেতারা হুমকি দিচ্ছেন। এ জন্যই আমাদের এমন সিদ্ধান্ত। নিজেদের বাস নিরাপদ রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘রায়ের পর যদি বিএনপি হরতালের ঘোষণা দেয় তবুও বাস স্বাভাবিকভাবে চলাচল করবে। বাস চলাচল বন্ধ হবে না। এমন কি দূরপাল্লার বাসও চলাচল করবে যাত্রী পাওয়া সাপেক্ষে।’

নাশকতা থেকে নিজেদের বাস রক্ষা করার জন্য প্রতিটি বাসে দুই বালতি বালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বাস মালিক-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যত্রতত্র বাস রাখা থেকেও বিরত থাকবেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here