ব্যবসা সহজ করার সূচকঃ ৮ ধাপ এগিয়েছে বাংলাদেশ

0
420
৮ ধাপ এগিয়েছে বাংলাদেশ

খবর৭১ঃ

বাংলাদেশে ব্যবসা করা কিছুটা সহজ হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে প্রকাশিত বিশ্বব্যাংকের ইজ অব ডুয়িং বিজনেস রিপোর্টে ২০২০ বা সহজে ব্যবসা করার সূচক অনুযায়ী এ বছর ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৮তম। গতবার যা ছিল ১৭৬তম।

বাংলাদেশের এতটা এগিয়ে আসার কারণ হিসেবে বিশ্বব্যাংক বলছে, ব্যবসা শুরু করতে আগের চেয়ে খরচ কমেছে বাংলাদেশে। রাজধানী ঢাকাসহ শহর এলাকায় বিদ্যুৎ প্রাপ্তি সহজ হয়েছে। এ ছাড়া ঋণপ্রাপ্তির যাবতীয় তথ্য এখন সহজে, আরও বিস্তারিত আকারে পান উদ্যোক্তারা।

এবারের প্রতিবেদনে শীর্ষ স্থানে আছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে সিঙ্গাপুর ও হংকং।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ শুধু আফগানিস্তানের চেয়ে এগিয়ে আছে। প্রতিবেদনে আফগানিস্তানের অবস্থান ১৭৩ তম। ভারত দক্ষিণ এশিয়ায় শীর্ষস্থানে আছে। ভারত সারা বিশ্বে ৬৩তম স্থানে আছে।

ব্যবসায় শুরু করা, ঋণপ্রাপ্তি, বিদ্যুৎ প্রাপ্তি, কর প্রদান, চুক্তির বাস্তবায়ন ইত্যাদি সূচক দিয়ে ১৯০টি দেশের ব্যবসা করার পরিস্থিতি নিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here