৭ মার্চ নারী লাঞ্ছনা আওয়ামী উন্নয়নের নমুনা: রিজভী

0
345

খবর৭১: ৭ মার্চ রাজধানীতে আওয়ামী লীগের জনসভার দিন মিছিল থেকে নারী লাঞ্ছনাকে ‘আওয়ামী উন্নয়নের নমুনা’ বলে কটাক্ষ করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।

শনিবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী এই মন্তব্য করেন।

ঘটনার তিন দিন পর এই প্রথম বিএনপির কোনো নেতা বিষয়টি নিয়ে কথা বললেন। রিজভী বলেন, ‘নারী দিবসে প্রধানমন্ত্রী বলছেন-নারীদের অর্থনৈতিক স্বাধীনতার কথা, তাদের কাজের কথা, তাদের শিক্ষার কথা। অথচ তার দলের সোনার ছেলেদের উৎপীড়নে নারী উন্নয়নের বীভৎস রূপটি ৭ মার্চ দেশবাসী প্রত্যক্ষ করল।’

‘৭ মার্চ নারী লাঞ্ছনা আওয়ামী উন্নয়নের একটি নমুনা। এ ঘটনায় ভুক্তভোগী নারীর বাবা হতাশায় নিজের মেয়েকে নিয়ে দেশ ছেড়ে চলে যাওয়ার কথা শোনা যাচ্ছে।’

১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের স্মরণে গত ৭ মার্চ একই ময়দানে সমাবেশ করে আওয়ামী লীগ। এই কর্মসূচিতে ব্যাপক লোক সমাগমের প্রস্তুতি আগেই নেয়া হয়েছিল। আর ময়দানের আশেপাশে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ করা হয়।

গাড়ি বন্ধ থাকা অবস্থায় হেঁটে চলার সময় একাধিক নারী হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অন্তত চারজন নারী ফেসবুকে তাদের বিরূপ অভিজ্ঞতা তুলে ধরার পর এ নিয় তোলপাড় হয়, শুরু হয় তীব্র সমালোচনা।

এর মধ্যে বাংলামোটর এলাকায় ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীকে হয়রানির ঘটনায় ভিডিও ফুটেজ পাওয়া গেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এরই মধ্যে ওই কিশোরীর বাবা অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন আর ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দায়ীদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here