৪০ জেলেসহ বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, নিখোঁজ ৫

0
1077
৪০ জেলেসহ বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি

খবর৭১ঃ

রাকিব হাসান, পটুয়াখালী প্রতিনিধিঃ বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে আকস্মিক ঝড়ের কবলে পরে ৪০ জেলেসহ তিনটি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ওই তিন ট্রলারে থাকা ৪০জন জেলের মধ্যে পাঁচ জন জেলে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন। বাকিদের উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা সংলগ্ন গভীর বঙ্গোপ সাগরে পৃথকভাবে তিন ট্রলার ডুবির এ ঘটনা ঘটে। জানাগেছে, উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের সেলিম মাঝির একটি ফিশিং ট্রলার মাছ ধরার উদ্দেশ্যে গভীর বঙ্গোপ সাগরে যায়। শুক্রবার দুপুরে হঠাৎ ঝড়ের কবলে পরে ট্রলারটি ডুবে যায়। ওই ট্রলারের মো.হাসান(১৭) ও মো.মিজান(২৫) নামের দুই জেলে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন। এদিকে উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের মিজান ফকিরের মায়ের দোয়া নামের ফিশিং ট্রলারটি গভীর রাতে বঙ্গোপ সাগরে প্রচন্ড ঢেউয়ের তোড়ে উল্টে যায়। এতে ট্রলারে থাকা ১৪ জেলে পানিতে ডুবে যায়। পরে ভারতীয় একটি ট্রলারের লোকজন ১২ জনকে উদ্ধার করতে সক্ষম হয়। ওই ট্রলারে থাকা দুই জেলে এখনো নিখোঁজ রয়েছেন। অপরদিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোহরাব প্যাদার একটি ফিশিং ট্রলার ১৩জন জেলে নিয়ে গভীর বঙ্গোপ সাগরে ডুবে গেছে। এর মধ্যে ১২ জন উদ্ধার হয়েছে। বাকি একজন নিখোঁজ রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ মো.আলী আহম্মেদ জানান, তিনটি ট্রলার ডুবির তথ্য আমাদের কাছে এসেছে। খোঁজ নিয়ে বিস্তারিত জানাবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here