৩ জেলার কৃষকের মধ্যে মুরগী ও মাছের পোনা বিতরণ

0
346

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জ, পিরোজপুর, বাগেরহাট জেলায় জলবায়ূ পরিবর্তনের ঝুকি মোকাবেলায় ভাসমান কৃষি পদ্ধতিতে খামার পদ্ধতি গবেষণা ও উন্নয়ণের মাধ্যমে কৃষকের জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মধ্যে মুরগী ও মাছের পোনা বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রীর নিজ উপজেলা টুঙ্গিপাড়ার মিত্রডাঙ্গা গ্রামে সুফল ভোগীদের হাতে মুরগী ও মাছের পোনা তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা।
এ সময় কৃষি গবেষণা ইনষ্টিটিউটের খুলনা সরেজমিন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ ও কৃষি গবেষণা ইনষ্টিটিউটের গোপালগঞ্জ সরেজমিন বিভাগের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ.এম খায়রুল বাশার। পরে ৩ জেলার সুফল ভোগীদের মাঝে মুরগী ও মাছের পোনা বিতরণ করা হয়। কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে কৃষি গবেষণা ইনষ্টিটিউটের গোপালগঞ্জ সরেজমিন বিভাগ ও পল্লী বাংলা উন্নয়ণ সহযোগী সংস্থা এ প্রকল্প বাস্তবায়ন করছে। ইতিমধ্যে এ প্রকল্পের আওতায় গোপালগঞ্জ, বাগেরহাট ও পিরোজপুর জেলায় ভাসমান বেডে, ঘেরপাড়, বাড়ির আঙ্গিনা ও আশপাশে সবজি, মসলা ও ফলের চাষ করে কৃষক সুফল পেতে শুরু করেছেন।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here