৩০০ আসনে প্রার্থী দিয়েই নির্বাচন করব

0
317

খবর৭১:আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির কৌশল তুলে ধরে দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমরা জোটগতভাবে ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত। আশা করি, ৩০০ আসনে প্রার্থী দিয়েই নির্বাচন করব।তবে নতুন মেরুকরণ হতে পারে।
আজ শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এরশাদ আরো বলেন, পোস্টার ও ব্যানার দেখে কাউকে মনোনয়ন দেওয়া হবে না। যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে। শিগগিরই পার্লামেন্ট বোর্ড গঠন করা হবে।

একইসঙ্গে নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নাও। আমরা শিগগিরই নির্বাচনী যাত্রা শুরু করব।

এ ছাড়াও নবগঠিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবির প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, নির্বাচন নিয়ে এখনও শঙ্কা আছে। বর্তমান সংবিধান অনুযায়ী সাত দফা দাবি মেনে নেওয়া সম্ভব না।
তবে আমরাও অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই।
তিনি আরো বলেন, আমরা নির্বাচন পদ্ধতি পরিবর্তন করতে চাই। বিচার বিভাগের স্বাধীনতা চাই। সন্ত্রাস দমনে কঠিন পদক্ষেপ নিতে চাই।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here