২ সাংবাদিককে পুলিশী নির্যাতনের ঘটনায় বাংলাদেশ ন্যাপ’র নিন্দা

0
329

 

 

খবর ৭১:পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার কামরুল হাসান এবং অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ জার্নালের নিজস্ব প্রতিবেদক কিরণ শেখের ওপর পুলিশী নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ

রবিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, পুলিশী নির্যাতনের হাত থেকে পেশাগত সাংবাদিকরাই যখন নিরাপদ নয়, তখন সহজেই অনুমান করা যায় দেশের সাধারণ মানুষের অবস্থা কি ?

তারা বলেন, সারাদেশে সাংবাদিকরা পুলিশী নির্যাতনের শিকার হচ্ছেন। সরকার যখন প্রতিনিয়ত গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে মুখে ফেণা তুলছেন তখন এই ধরনের পুলিশী নির্যাতন কিসের ইঙ্গিত বহন করে। অদৃশ্য অপশক্তির ইন্ধনে অতি উৎসাহী পুলিশ সদস্যরা বেপরোয়া হয়ে ওঠেছেন

নেতৃদ্বয় বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হয়রানি ও নির্যানের শিকার হওয়ার ঘটনা স্বাধীন গণমাধ্যমের পরিপন্থী

তারা বলেন, ‘ভয়-ভীতি প্রদর্শন করে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিরত রাখা যাবে না। বরং কতিপয় পুলিশ সদস্যর এ ধরনের আচরণের কারণে সাংবাদিকদের সঙ্গে পুলিশের দুরত্ব বাড়বে।

নেতৃদ্বয় অনতিবিলম্বে ঘটনার সাথে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

খবর ৭১/ ই:

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here