১৯ বছর পর জাবিতে রেজিস্টার্ড গ্রাজুয়েট নির্বাচন আগামীকাল

0
372

জাবি প্রতিনিধি: দীর্ঘ ১৯ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেট সদস্যের জন্য রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল।৩০ ডিসেম্বর শনিবার, নির্বাচনে ২৫টি পদের জন্য মোট ১১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনে বিএনপি পন্থীরা একক প্যানেলে র্নিবাচন করলে ও আওয়ামী পন্থীরা দু’টি প্যানেলে বিভক্ত হয়ে নির্বাচন করছেন। বাকী ৪৪ জন প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন। এ নির্বাচনে মোট ৪৩৭৩ জন ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন ও সমাজ বিজ্ঞান অনুষদের দু’টি ভোটকেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়াও নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখার স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে এছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা কাজ করবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here