১০ বছর পর মস্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে আসছে নতুন মুখ

0
612
১০ বছর পর মস্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে আসছে নতুন মুখ

খবর৭১ঃ রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত পদে নতুন মুখ আসছে। দীর্ঘ ১০ বছর ধরে রাশিয়ায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকারী ড. এস এম সাইফুল হককে ঢাকায় ফিরে আসতে বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে সাইফুল হককে অবিলম্বে মস্কোতে বাংলাদেশ দূতাবাসের দায়িত্ব ত্যাগ করে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

সাইফুল হক ২০০৯ সালের সেপ্টেম্বরে রাশিয়ার বাংলাদেশ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান। রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি দীর্ঘদিন ধরে রাশিয়ায় বসবাস করে আসছিলেন এবং ব্যবসা করতেন। দফায় দফায় চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে তিনি ১০ বছর রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। এই সময়ে ঢাকা ও মস্কোর সম্পর্ক নতুন মাত্রা পায়। রুশ প্রযুক্তি ও অর্থায়নে মেগা প্রকল্প- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হচ্ছে। বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্পর্কের অগ্রগতি হয়েছে।

সূত্র জানায়, সাইফুল হকের স্থলে সহসাই একজন পেশাদার কূটনীতিককে নিয়োগ দেবে সরকার। সে লক্ষ্যে কার্যক্রম চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here