হ্যাকের ঝুঁকিতে কয়েক মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর পাসওয়ার্ড

0
257

খবর৭১ঃ ফেসবুকের কয়েক মিলিয়ন গ্রাহকের পাসওয়ার্ড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির হাজার হাজার কর্মীর কাছে উন্মুক্ত ছিল। এর ফলে এই একাউন্টগুলোর পাসওয়ার্ড এখন হ্যাক হওয়ার ঝুঁকিতে রয়েছে।

বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, কয়েক মিলিয়ন ব্যবহারকারীর পাসওয়ার্ড ফেসবুকের অভ্যন্তরীণ সার্ভারে এমনভাবে ছিল যে চাইলেই সেগুলো তাদের ২০ হাজারের মতো কর্মীর যে কেউ দেখতে পারতেন।
ইন্টারনেট নিরাপত্তা বিশেষজ্ঞ ব্রায়ান ক্রেবস বিবিসির কাছে এই তথ্য প্রকাশ করেছেন।
ফেসবুকের প্রতিটি পাসওয়ার্ডই এনক্রিপটেড থাকার কথা, যাতে তা কোনোভাবেই কেউ দেখতে না পারেন। কিন্তু ফেসবুকের ইন্টারনাল সার্ভারে এসব পাসওয়ার্ড সাধারণ টেক্সট হিসাবে রাখা হয়েছিল বলে জানিয়েছেন ক্রেবস।
এই অভিযোগ স্বীকার করে ফেসবুক কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, অভ্যন্তরীণ সার্ভারে পাসওয়ার্ড সংরক্ষণের ‘সামান্য ত্রুটি’ দেখা দিয়েছিল এবং সেটি তারা ঠিক করে ফেলেছেন।
এর আগে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে ১০ কোটির বেশি ফেসবুক ব্যবহারকারীদের তথ্যের অপব্যবহারের ঘটনা ফাঁস হয় ২০১৮ সালে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here