হেল্পলাইনের সূত্রধরে সংশ্লিষ্ট কর্মকর্তা ঘটনাস্থলে অভিযান চালিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন।

0
931

শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা):
পাইকগাছায় সমাজসেবা কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেয়েছে এক স্কুল ছাত্রী। রোববার দুপুরে বিয়ের প্রস্তুতিকালে হেল্পলাইনের সূত্রধরে সংশ্লিষ্ট কর্মকর্তা ঘটনাস্থলে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করে দেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান জানান,রোববার উপজেলার গড়ইখালী গ্রামের ইকরাম গাজী তার স্কুল পড়ুয়া মেয়েকে কয়রার আমাদী এলাকার জনৈক ছেলের সাথে বিবাহ দেওয়ার প্রস্তুতি নেন। বিষয়টি সচেতন নাগরিক অধিদপ্তরের ১০৯৮ নং হেল্পলাইনে আগে থেকেই অবহিত করা হয়। পরে উর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিনি ঘটনার সত্যতা পান। এ সময় কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে মেয়ের অভিভাবকরা পালিয়ে যায়।
পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাসের মাধ্যমে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে বিয়ে ভেঙ্গে দিয়ে স্কুল ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেন।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here