হুমকি না থাকলেও সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

0
547

খবর৭১ঃ বাংলাদেশে কোনও হুমকি না থাকলেও শ্রীলঙ্কায় ইস্টার সানডের অনুষ্ঠানে ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনায় বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী আগাম সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, ‘বাংলাদেশে কোনও রেড অ্যালার্ট জারি করা হয়নি। তবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যথারীতি সতর্ক ছিল এবং আছে।’

শ্রীলঙ্কা হামলায় শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী নিহতের ঘটনায় সমবেদনা জানানোর পর সোমবার (২২ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘শ্রীলঙ্কায় নিহত বাংলাদেশিদের সংখ্যা আগামীকাল মঙ্গলবার নাগাদ জানা যাবে। জায়ান চৌধুরীর মরদেহ আগামীকাল মঙ্গলবার দেশে আসবে। তবে আপাতত জায়ানের বাবা আহত মশিউল হক চৌধুরীর চিকিৎসা শ্রীলঙ্কাতেই চলবে।’

শ্রীলঙ্কায় বোমা হামলার নিন্দা জানিয়ে মন্ত্রী বলেন, ‘কারা এই হামলার সঙ্গে জড়িত এবং কেন এই হামলা এসব কিছু তদন্তের পর শ্রীলঙ্কা সরকার বাংলাদেশকে জানাবে। আমরা এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানাই।’

আসাদুজ্জামান খাঁন কামাল আরও বলেন, ‘এ ধরনের ঘটনা যেন না ঘটে সেজন্য ট্রান্সন্যাশনাল ক্রাইমের ওপর আমাদের জোর দেয়া উচিত। যাতে যেখানেই যে ইনফরমেশন পায় তারা ইনফরমেশন শেয়ার করলে হয়তো কিছুটা প্রটেকশন দেয়া যেতে পারে।’

তিনি বলেন, ‘এত বড় হামলার ঘটনার পর আমি মনে করি শ্রীলঙ্কান গভর্নমেন্ট এটা যথার্থভাবেই আইডেন্টিফাই করতে পারবে। আইডেন্টিফাই করে তারা আমাদের জানাবে যে কী হয়েছিল কারা জড়িত ছিল।’

গতকাল রবিবার (২১ এপ্রিল) শ্রীলঙ্কার তিনটি গির্জা ও তিনটি হোটেলে সিরিজ বোমা হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ২৯০ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন ৫ শতাধিক লোক। তাদের অনেকেই অবস্থাই আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে দেশটির চিকিৎসকরা জানিয়েছেন।

ওই হামলায় আওয়ামী লীগ নেতা সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি শেখ জায়ান চৌধুরী নিহত হয়। জায়ান শেখ সেলিমের মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়ার ছেলে। ওই ঘটনায় আহত হয়েছেন জায়ানের বাবা মশিউল হক চৌধুরী প্রিন্স। তারা সেখানে বেড়াতে যান। একটি পাঁচ তারকা হোটেলে ছিলেন তারা। ছেলে জায়ানকে নিয়ে ওই হোটেলের নিচতলায় নাস্তা করছিলেন মশিউল। শেখ সেলিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here