হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র রুখে দিলো সৌদি

0
295

খবর৭১:বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। কিন্তু তা রুখে দিয়েছে সৌদি আরব। সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

সৌদি আরবের নেতৃত্বাধীন কোয়ালিশন ইয়েমেনের সশস্ত্র হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে। হুথি বিদ্রোহীরা ইয়েমেনে এ আগ্রাসনের জবাব দিতেই সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এর আগে, গতমাসে রিয়াদে কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে সৌদি সামরিক বাহিনী। ওই ঘটনায় ১ জন নিহত হন।

প্রসঙ্গত, সৌদি আরবসহ উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর জোট ২০১৫ সালে হুথিদের বিরুদ্ধে ইয়েমেন যুদ্ধে হস্তক্ষেপ করে। বুধবার রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিয়ে সেখানে ৫ মাসে চারবার ক্ষেপণাস্ত্র হামলা হল। সৌদি কোয়ালিশন ইয়েমেনে হাজারো বিমান হামলা চালিয়েছে। সেসব হামলায় বহু স্কুল, বাজার এবং হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here