হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন নেতানিয়াহু

0
439

খবর৭১: ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, নেতানিয়াহু প্রচণ্ড জ্বর ও কাশি নিয়ে মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষা শেষে ওইদিন মাঝরাতেই সরকারি বাসভবনে ফিরে যান তিনি।

রয়টার্স জানায়, তাদের এক প্রতিনিধি নেতানিয়াহুর গাড়িবহরকে হাসপাতাল ছাড়তে দেখেছেন।

অবশ্য মাঝরাতের কিছু সময় পর এক টুইটার বার্তায় নেতানিয়াহু জানান, ‘আমি এখন আমার বাড়ির পথে। কিছুটা বিশ্রাম আর গরম স্যুপ সব কিছু হয়তো ঠিক করে দেবে।’

সরকারের এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর শারীরিক সকল পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হয়েছে। তাই রাতেই তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়। তবে তাঁর শ্বাসপ্রশ্বাসের কিছু সমস্যা রয়েছে।
চারবারের প্রধানমন্ত্রীর জন্য এই অসুস্থতা আলাদা একটা বাড়তি চাপ তৈরি করছে। কারণ তিনটি দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে পুলিশী জিজ্ঞাসাবাদ চলছে। যদিও তিনি এসব অভিযোগের কথা অস্বীকার করেছেন।

উল্লেখ্য, মার্চের মাঝামাঝি থেকেই ৬৮ বছর বয়সী এই নেতা অসুস্থতা অনুভব করেন। এজন্য তিনি পরবর্তী পাঁচ দিন অফিস করেননি।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here