হাসপাতালে কেন উইলিয়ামসন

0
324

খবর৭১ঃনিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন হাসপাতালে ভর্তি হয়েছেন! কাঁধের ইনজুরির কারণে ওয়েলিংটন টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে মাঠে নামতে পারেননি তিনি। স্ক্যান করাতে স্টেডিয়ামের নিকট হাসপাতালে ভর্তি হয়েছেন সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান।

টেস্টের তৃতীয় দিন গালি অঞ্চলে ফিল্ডিং করতে গিয়ে বাঁ-কাঁধে আঘাত পান উইলিয়ামসন। চতুর্থ দিন সকালে ব্যাটিংয়ের সময়ও ব্যথা অনুভব করেন তিনি। কয়েকবার ফিজিও’র সেবা নেন কিউই অধিনায়ক।

ব্যথা নিয়েই ৩ ঘণ্টা ব্যাটিং করেন উইলিয়ামসন। খেলেছেন ১০৫ বলে ১১ চার ও ১ ছক্কায় ৭৪ রানের নান্দনিক ইনিংস। এর আগে রস টেইলরের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ১৭২ রান।

তাতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় নিউজিল্যান্ড। পরে তাতে দাঁড়িয়ে সেঞ্চুরি (১০৭) হাঁকান হেনরি নিকোলস। ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন টেইলর। শেষ পর্যন্ত ৬ উইকেটে ৪৩২ রান তুলে ইনিংস ঘোষণা করেন স্বাগতিকরা।

প্রথম ইনিংসে ২১১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে ২২১ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন টাইগাররা। দিন শেষে ৩ উইকেটে ৮০ রান করেছেন তারা। এখন হার এড়ানোই বড় চ্যালেঞ্জ সফরকারীদের।

উইলিয়ামসন মাঠে না থাকায় নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেন পেসার টিম সাউদি। আর নিয়মিত অধিনায়কের বদলী হিসেবে ফিল্ডিং করেন পিটার বোকক।

পরের টেস্ট মাঠে গড়াবে ১৬ মার্চ। তৃতীয় ও শেষ টেস্টের ভেন্যু ক্রাইস্টচার্চ। ৩ ম্যাচ টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে ব্ল্যাক ক্যাপসরা।

খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here