হামলার দায় নিয়ে শ্রীলংকার প্রতিরক্ষা সচিবের পদত্যাগ

0
303

খবর৭১ঃ শ্রীলংকায় ইস্টার সানডেতে কয়েকটি চার্চ ও হোটেলে আত্মঘাতী সিরিজ বোমা হামলার দায় নিয়ে দেশটির প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফেরনান্দো পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার তিনি পদত্যাগ করেছেন বলে রয়টার্সকে জানান।

তিনি বলেন, নিজের কাজে কোনো ব্যর্থতা ছিল না, তিনি প্রতিরক্ষা সচিব হিসেবে পরিচালিত কিছু প্রতিষ্ঠানের ব্যর্থতার দায়ভার গ্রহণ করেছেন।

ইস্টার সানডেতে বোমা হামলায় অন্তত ৩৫৯ জন নিহত হয়েছেন এবং ৫০০ জন আহত হয়েছেন।

এর আগে বুধবার শ্রীলংকার রাষ্ট্রপতি মৈত্রিপালা সিরিসেনা দেশটির পুলিশের প্রধান ও প্রতিরক্ষা সচিবের পদত্যাগের নির্দেশ দিয়েছেন। দেশটির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী জানায়, এ হামলার ঘটনায় ৯ জনকে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে একজন নারীও রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here