হাতীবান্ধায় স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

0
376

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ‘‘ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক-অবহিতকরণ কর্মশালা’’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনস্থ এমসিএইচ সার্ভিসেস ইউনিট এর আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো.আহসান হাবিব। উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা.মো.রমজান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ডা.এ বি এম সামছুদ্দিন আহমেদ,প্রোগ্রাম ম্যানেজার (সার্পার্ট সার্ভিস এন্ড কো-অর্ডিনেশন), এমসিএইস-সার্ভিসেস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর,ঢাকা, ডা.মো: নবিউর রহমান সভাপতি/সাধারণ সম্পাদক,বিএমএ, ডাঃ মো: আব্দুল হামিদ সরকার সভাপতি/সাধারণ সম্পাদক,ওজিএসবি এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান বৃন্দ।
কর্মশালায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনস্থ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ ঘণ্টা চলমান নিরাপদ স্বাভাবিক প্রসব সেবাকে আরো জোরদেওয়া হয়। মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানো এবং নিরাপদ প্রাতিষ্ঠানিক (হাসপাতাল,ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র) প্রসবকে উৎসাহিত করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here