হাতীবান্ধার মার্কেট গুলোতে ঈদের কেনাকাটা জমে উঠেছে

0
287

কাজী শাহ্ আলম হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: ঈদের এখন বাকী আরমাত্র কয়েকদিন এরই মধ্যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সদরসহ সর্বত্র জমে উঠেছে ঈদের কেনাকাটা। গ্রাহকের উপচেপড়া ভীর জমজমাট হয়ে উঠেছে মার্কেট গুলোতে। উপজেলা সদর তাজ মার্কেট, সৌখিন মার্কেট, চেয়ারম্যান মার্কেট সোনালী চত্বর খান মার্কেটসহ বিভিন্ন মার্কেট ঘুরে দেখাগেছে, গতকাল রবিবার ক্রেতাদের উপচেপড়া ভীর নারী পুরুষ সম্মিলিত ভাবে সাশ্রয় মুল্যে তাদের পছন্দমত পণ্য কিনছে। স্থানীয়রা ছারাও দৈইখাওয়া, পারুলিয়া, কেতকিবাড়ী এলাকা থেকে পরিবার পরিজনকে সাথে নিয়ে এসেছে অশংখ্য ক্রেতা। ক্রেতা মনিরুজ্জামান জানান দৈইখাওয়া মার্কেটে সবকিছু পাওয়া গেলেও একটু হলেও দামবেশি তাই এসেছি সদর মাকের্টে। অপর দিকে ধুবনী এলাকার আনছার আলী বলেন, এবারে ঈদ আনন্দ ভাল হবে গ্রাম এলাকার সবাই ভুট্রা ও বোরা ফসল ঘরে তুলেছে। ফলন হয়েছে বাম্পার দামও ভাল তাই খুশিতে সবাই কেনাকাটা করছে। সিংগীমারী থেকে আসা ক্রেতা সবুজ মিয়া বলেন, ঈদের এখন বাকী আরমাত্র কয়েক দিন তাই সবাই কেনাকাটা করতে ছুটে এসেছে। এসময় তার স্ত্রী নার্গিস বেগম বলেন,পরিবারের সকলের জন্য কেনাকাটা করতে এসেছি পছন্দমত কাপড় পাওয়া যাচ্ছে, তবে গতবছরের তুলনায় একটু দামে বেশি। টংভাঙ্গা এলাকার মানিক জানান অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবী পাওয়া যাচ্ছে তবে দামে বেশী।
অমুল্য অঙ্গ গার্মেন্টস এর মালিক বিপিন চন্দ্র বলেন, অন্যান্য বছরের তুলনায় এবারে বেচাকেনা ভাল হওয়ার আশংকা করছি। কারন কৃষক চাষীরা মাঠের ফসল ঘরে তুলতে পেরেছে, উৎপাদিত ফসলের দামেও পুষিয়ে নিতে পেরেছে তারা।তাই লক্ষ্য করা যাচ্ছে শুধুই বস্ত্রই নয় অন্যান্য প্রসাধনীও কিনছে মনের আনন্দে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here