হাইতিতে ভূমিকম্পে নিহত ১১

0
235

খবর ৭১: হাইতিতে ৫.৯ মাত্রার তীব্র ভূমিকম্পে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। হাইতির পোর্ট ডি প্যাইক্স বন্দরের ২০ কিলোমিটার পশ্চিম-উত্তরাঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সরকারের মুখপাত্র এডি জ্যাকসন অ্যালেক্সিস জানান, ভূমিকম্পে পোর্ট-ডি প্যাইক্সে ৭ জন এবং গ্রোস-মোর্ন শহরে আরো ৪ জনের প্রাণহানি হয়েছে। সারা দেশে অনুভূত হওয়া এ ভূমিকম্পটি সকাল ৮টার দিকে ১১.৭ কিলোমিটার গভীরতা থেকে উৎপত্তি হয়। দেশটির প্রেসিডেন্ট জোভেনেল ময়েজ এক টুইট বার্তায় জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। পুয়োটেকসন সিভিল নামের একটি নিরাপত্তা দল উত্তর পূর্বাঞ্চলে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। এএফপি জানিয়েছে, গ্রোস-মোর্ন, চ্যানসোলম এবং টতুগা দ্বীপে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কিছু বাড়িঘরও ধ্বংস হয়ে গেছে।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here